প্রযোজন্য নয়
চৈয়ারকুড়ি গ্রামে শিক্ষার হার অনেক কম ছিলো। প্রতিটি নাগরিককে স্বাক্ষরজ্ঞান ও শিক্ষিত করার জন্য মরহুম ফারুক আহমেদ মাষ্টার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন এবং তখনকার সময়ে তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তার সাথে এই গ্রামের জসিম উদ্দিন মাষ্টার, আরজু মাষ্টার সম্পৃক্ত হন। গোকর্ণ গ্রাম থেকে সুভাষ চন্দ্র এই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে এই চৈয়ারকুড়ি গ্রামে শিক্ষার হার ঈর্ষনীয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
প্রথম শ্রেণী ঃ ৪২ জন
দ্বিতীয় শ্রেণী ঃ ৩৬ জন
তৃতীয় শ্রেণী ঃ ৩৮ জন
চতুর্থ শ্রেণী ঃ ৩৫ জন
পঞ্চম শ্রেণী ঃ ২৮ জন।
সভাপতি ঃ মহিউদ্দিন মাসুম
সহ-সভাপতি ঃ
অভিভাবক প্রতিনিধি ঃ রফিকুল ইসলাম নিরব
মাসুক মিয়া
২০১৮ ইং সালে পাশের হার ৮৭%
২০১৯ ইং সালে পাশের হার ৮৯.২%
২০২০ ইং সালে পাশের হার ৯২%
২০২১ ইং সালে পাশের হার ৯৬%
২০২২ ইং সালে পাশের হার ১০০ %
১৯৮৮ ইং সালে রফিকুল ইসলাম নিরবের বৃত্তি প্রাপ্তির মধ্যে দিয়ে পরে বিভিন্ন সালে বিভিন্ন মেধাবীরা বৃত্তিপ্রাপ্ত হন। শিক্ষার পরিবেশ ও বর্তমান সরকারের শিক্ষানুরাগী উদ্দ্যেগের মধ্যে দিয়ে প্রতিবছর এই বিদ্যালয়ে মেধাবী তৈরী হচ্ছে।
বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার জন্য ও ধারাবাহিকতা নিশ্চিতের লক্ষে শিক্ষক ও অভিভাবকবৃন্দ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত পরিকল্পনার প্রথম শর্ত হচ্ছে সুনাগরিক গঠন । এই লক্ষ্যে কাজ চলছে।
নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের প্রবেশমুখ চৈয়ারকুড়ি বাজার থেকে হেটে ০৫ মিনিট পশ্চিমে গ্রামের মধ্যভাগের উত্তর দিকে চৈয়ারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান
এই বিদ্যাপীঠ থেকে পাশ করা অনেকগুণীজন তৈরী হয়েছে। এর মধ্যে
১। শেথ মাহমুদ উল্লাহ (প্রভাষক) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২। খলিলুর রহমান শুভ্র (প্রভাষক) বাংলা বিভাগ
৩। প্রীতিশ সরকার (বিজ্ঞানী) বর্তমানে অল ইন্ডিয়া ঔষধ নির্মাতা প্রতিষ্ঠাতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত
৪। রফিকুল ইসলাম নিরব (সাংবাদিক)
৫। তুষার আহমেদ তুহিন (অধ্যয়নরত) ঢাকা বিশ্ববিদ্যালয়
৬। হারুন মিয়া, উপ-সহকারি ভূমি কর্মকর্তা, হরিপুর
আরো অনেকেই রয়েছে যারা এই বিদ্যাপীঠের ছাত্র/ছাত্রী ছিলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস