Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নাসিরনগরে “দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন” ডিজিটাল ব্যানারের উদ্বোধন করেন এডিসি
বিস্তারিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের ঘোষনা একদিন পর বুধবার সকালে উপজেলা প্রশাসন ক্যাম্পাসে “দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন” ডিজিটাল ব্যানার উপজেলা নিবার্হী কর্মকর্তার ভবনের সামনে টানিয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদর,বিআরডিবি কর্মকর্তা মন্জুমা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া,একটি বাড়ি একটি খামারের উপজেরা সমন্বয়ক মোঃ রহমত আলীসহ উপজেলা নিবার্হী কর্মকতার দপ্তরের কর্মচার্ররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত মঙ্গলবার উপজেলা নিবার্হী কর্মর্কতার কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এক মতবিনিময় সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ, নাসিরনগর উপজেলা প্রশাসনকে দূর্নীতি মুক্ত ঘোষনা করেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদর ঘোষনা করেন উপজেলা প্রশাসন ক্যাম্পাসে “দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন” ডিজিটাল ব্যানার টানিয়ে দেয়া হবে। আর তা একদিন পরই কার্যকর হলো। এছাড়াও উপজেলা পরিষদের ও প্রশাসনের কর্মকর্তার সকল প্রকার ঘুষ অনিয়ম ও দূর্নীতি থেকে মুক্ত থাকবেন বলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের এ প্রশংসার উদ্যোগকে ও বিশিষ্টজনরা স্বাগত জানিয়েছেন। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড